রায়পুরা আইনজীবী কল্যাণ সমিতির পিকনিক ফ্যামিলি ডে স্টার পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল নরসিংদীর নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময় সূচী অনুযায়ী স্টার গোল্ডেন পার্কে পৌছে রায়পুরা আইনজীবী কল্যাণ সমিতির কর্মকর্তা, সিনিয়র আইনজীবী, সকল সদস্য ও তাদের পরিবারের সদস্য ছোট্টমনিরা। পার্কে পৌছার পর সকলে ঘুরে বেড়ান রাইডে চরে। পরে দুপুরে সকলে মধ্যাহৃভোজে অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে সমিতির কর্মকর্তা, অতিথি ও সদস্যগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রায়পুরা উপজেলাপরিষদ এর সাবেক উপজেলা চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এড. ইউনুছ আলী, এড. নাজমুল কাদের, এড. এসএম বশিরুল কাদের, এড. বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, এড. সালাউদ্দিন মোঃ আদিল, এড. খন্দকার আতাউর রহমান, এড. সৈয়দ বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা আইনজীবী কল্যাণ সমিতির আহবায়ক এডভোকেট মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ সমিতির সদস্য সচিব এড. নিয়াজ মাহমুদ অসীম। বক্তব্য রাখেন এড. লতিফুর রহমান, এড. আঃ রহিম, এড. আবুল কালাম আজাদ, এড. আমজাদ হোসেন (টুটুল), এড. মমতাজ শেফালী, এড. জাহিদল ইসলাম, এড. সিফাত রুনি, এড. ফাতেমা, এড. ফারুক আহমেদ কাজল, এড. আনোয়ার হোসেন, এড. পারভীন রেহেনা, এড. আ স ম সফিকুল ইসলাম, এড. খাদিজা আজম দিজা, এড. রফিকুল ইসলাম, এড. খন্দকার মেহেদী হাসান, এড. রাসেল খোকন, এড. কাউসার আলম।
বক্তব্য শেষে প্রথমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব, সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করেন সমিতির সদস্য ও তাঁদের পরিবারের ছেলে মেয়েরা। পরে অনুষ্ঠিত হয় খেলাধুলা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নবান্ন টিভি / বশির আহম্মদ মোল্লা