মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী দু’জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন।
এর আগে রাত সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় গোমতী-মেঘনা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলর চালক চাঁদপুর কচুয়া উপজেলার পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাসভীর আহম্মেদ (২৬) মোটরসাইকেলের অপর আরোহী একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।