1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারির মৃত্যু — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার পঠিত

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বীরবখুড়া গ্রামের মুরগীর খামারের মালিক নুরুল ইসলাম (নুরু) নামের ১জনের মৃত্যু হয়।

আজ ২৭শে আগষ্ট মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার সময় নিজ বাড়ীর সংলগ্ন মুরগীর খামার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্বজনগণ ও প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় গফরগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহত নুরুল ইসলাম (৩৫) গফরগাঁও উপজেলার বীরবখুড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত অবগত হয়ে লাশ দাফনের অনুমতি দেওয়ায় আজ রাতে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

নবান্ন টিভি   / সুমন ইসলাম

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com