1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধির অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধির অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ বাজার সংলগ্ন দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি শেখ সুমনের অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন নবীগঞ্জ টি হোসেন জামে মসজিদের পেশ ইমাম। দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপলক্ষে শেখ সুমন বলেন,
আজ ১১ রবিউস সানি ফাতেহা-ই-ইয়াজদাহম। হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ওফাত বরণ করেন। তার ওফাতের দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের জিলানী (রহ.) স্মরণে প্রতিবছর আরবি মাস রবিউস সানির ১১ তারিখ দিবসটি আমরা উদযাপন করে থাকি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মুসুলুদ্দীন আহাম্মেদ,
এছাড়া নবীগঞ্জ ইসলামীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা শফিউল্লাহ আল আবেদী,হাফেজ মাওলানা সুলতান আল আবেদী,মোঃ মাসুদ,রওশন বাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ কামাল বাদশা,আরমান বিন সওদাগর, মোঃ রাজন,মোঃ আনিছ,বিসমিল্লাহ টেইলার্স এর স্বত্বাধিকারী মোঃ মনির,মোঃ সাদ্দাম, মোঃ জুম্মন,মোঃ সুরুজ আলী,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ নেতৃবৃন্দ।

নবান্ন টিভি / সুমন ইসলাম

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com