বন্যার্ত মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন
রিপোর্টারের নাম
আপডেট সময় :
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
৭৪
বার পঠিত
oppo_0
বন্যার্ত মানুষের সেবায় মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন। ২৬ আগস্ট দিনব্যাপী বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। একই সাথে শুকনো খাবার তুলে দেন চিকিৎসা নিতে আসা বন্যার্তদের ।
এতে খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি। এ সময় সদর জোন (৩০ বীর) এর উপ অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন উপস্থিত ছিলেন।
বন্যার্ত দের চিকিৎসায় ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্স টিমের কমান্ডিং অফিসার লে. কর্নেল রাকিব এর নেতৃত্বে শত শত পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ শিশুদের চিকিৎসা দেয়। এতে গাইনি, মেডিসিন, সার্জারি, শল্য বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্তসহ নানা সমস্যা নিয়ে আসা রোগিদের চিকিৎসা সেবা প্রদান করে বিনামূল্যে ওষুধ বিতরণ করে।