গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী জামায়াতের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে।৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ২নং শালমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী জামায়াতের ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ মোঃ মামুনুর অর রশিদ, যুব ইউনিয়ন সভাপতি মোজাহার উদ্দিন সরকার, ওয়ার্ড সভাপতি মাহাবুবার রহমান। আলোচনা শেষে বাংলাদেশ ইসলামী জামায়াতের ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মাহাবুবার রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, শ্রমিক ফেডারেশন সভাপতি মোঃ লেলিন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ কবির মন্ডল, যুব ইউনিয়ন সভাপতি মোঃ ফিরোজ কবির, সাধারণ সম্পাদক মোঃ ফিক্কুল মন্ডল, ওলামা পরিষদের সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও ঝাপড় ইউনিট সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম। মুল দলসহ অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মেহেদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মোঃ আল আমিন, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মুরাদ মিয়া, জামায়াতে ইসলামীর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শ্রমিক ফেডারেশন ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী।
নবান্ন টিভি/ কাজী নজরুল ইসলাম