কক্সবাজারের নবসৃষ্ট উপজেলার সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার নানামুখী কার্যক্রমে সফলতার দ্বারপ্রান্তে এগুচ্ছেন।
২০২০ সালের শুরুর দিকে প্রতিষ্ঠালাভ করা সামাজিক ও মানবিক সংগঠনটি সে থেকে বিভিন্ন কর্মসূচি পালন কার্যক্রম অব্যাহত রেখেছেন। ম্যাসেনজার ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে এ সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন চিকিৎসক,শিক্ষক,শিক্ষার্থী, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধি। সংগঠনের সভাপতি রেহেনা নোমান কাজল, সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের সুদক্ষ নেতৃত্বে প্রায় অর্ধশতাধিকের বেশি সুশিক্ষিত ও কর্মঠ সদস্যদের আন্তরিকতায় এগিয়ে যাচ্ছেন যুব ঐক্য পরিবারের নানামুখী নান্দনিক কার্যক্রম।
যুব ঐক্য পরিবার কর্তৃক ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, পথচারী,সাধারণ মুসল্লী, সাংবাদিকসহ মহেশখালী, চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলায় মসজিদে মসজিদে টুপি, জায়নামাজসহ তাসবিহ বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে যুব ঐক্য পরিবার ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন হেফজখানা ও মসজিদে অসংখ্য কোরআন শরীফ বিতরণ করে নজির স্থাপন করেছেন। এটি চলমান রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী, বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। বার্ষিক সম্মিলনের মাধ্যমে নতুন কমসূচীর পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিগত সময়ে করোনার মত কঠিন মুহুর্তে অসহায়,হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরণ ,মসজিদে মসজিদে সাবান বিতরণসহ প্রায় তিন হাজারের অধিক মাস্ক বিতরণ করে জনতার হৃদয়ে স্থান করে নিলেন এ সংগঠনটি।
অন্যদিকে ঈদগাঁও-রামু-সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং প্রতিরোধসহ কোরান ও নামাজ শিক্ষা চালুর দাবিতে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ করে প্রশংসিত হন শিক্ষার্থীসহ সকলের মাঝে।
পাশাপাশি সংগঠনের পক্ষে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া (রক্তশূন্যতা) রোগীর পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা আদায়, ঈদগাঁওতে কারিগরি শিক্ষা (ভোকেশনাল কোর্স) চালুর দাবিতে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন প্রদান, ঈদগাঁওতে থ্যালাসেমিয়া সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে রক্তশূন্যতা রোগীর তালিকাও করা হয়।
২০২৪ সালের ৭মার্চ ( ঐতিহাসিক একটি দিনে) যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার জেলা অফিস থেকে নিবন্ধন সনদ লাভ করেন একঝাঁক তারুন্যের সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার।
নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর