1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
চুয়াডাঙ্গার জীবননগরে বিল থেকে কঙ্কাল উদ্ধার — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগরে বিল থেকে কঙ্কাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরের এক বিল থেকে অজ্ঞাতনামা একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদেনীপুর ঘাড়কাটি বিলের কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়ারা জানান, মেদেনীপুর গ্রামের এক ব্যক্তি শনিবার দুপুরে মাছ ধরতে ঘাড়কাটি বিলে জাল পাততে যান। এসময় বিলের কচুরিপানার ভেতরে একজনের কঙ্কাল দেখতে পান। পরে তিনি বিষয়টি মাঠে কর্মরত কৃষকদের জানান।

খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা ও জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ওই কঙ্কাল উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শনিবার দুপুরে মেদেনীপুরের ঘাড়কাটি বিলের মাঠে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নয়। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি ও পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।

নবান্ন টিভি/ শামসুজ্জোহা পলাশ

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com