চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শান্তনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা শান্তনা খাতুন সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ভালাইপুরের মৃত. আকবর আলীর স্ত্রী।
নিহতের ছেলে আব্দুল মজিদ জানান, বাড়ির সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল মাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত মাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, বৃদ্ধা শান্তনা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হাসপাতালে আাসার ঘন্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবান্ন টিভি / শামসুজ্জোহা পলাশ
Related