চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বানু খাতুন (৫০) নামে এক গৃহবধু বিদ্যুৎস্পৃষ্টে মারাগেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মুরগি ঘরে খাবার দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত. বানু খাতুন পৌর এলাকার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, বানু খাতুন সন্ধ্যা ৬ টার দিকে মুরগি ঘরে খাবার দিতে যান। অন্ধকার
ঘরে বিদ্যুতের হোল্ডারের মধ্যে হাত ঢুকে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে প্রচন্ড ঝাকুনি দিয়ে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত্যু ঘোষনা করেন।
নবান্ন টিভি/ শামসুজ্জোহা পলাশ