চাঁপাইনবাবগঞ্জে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথমদিনেই পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে।
এবার বই উৎসব না হলেও কোথাও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বই বিতরণের পর বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানান, প্রাথমিকে এ বছর বইয়ের চাহিদা প্রায় ৯ লাখ। এরইমধ্যে চাহিদার ৮০ শতাংশ বই পাওয়া গেছে। উপজেলাগুলোতে পৌঁছে গেছে ৭ লাখের মতো বই। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই আসেনি। এগুলো এ সপ্তাহের মধ্যেই হাতে পাবে শিক্ষার্থীরা।
নবান্ন টিভি/ মোঃ সিফাত রানা