1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৮ বার পঠিত

অসহায় ও দুস্থ মহিলাদের ভাগ্যোন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়নের ৩৫ প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ তৌসিকুল আলম বাবুল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ অহাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ তসিকুল ইসলাম বলেন, নারীরাই পারে সংসারে সুখ-শান্তি বয়ে আনতে। সংসারে ভাগ্যোন্নয়ের ভার আপনাদের উপর। নারী এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আপনাদের পরিবারের স্বচ্ছলতার জন্য সরকারে এই ক্ষুদ্র প্রচেষ্টা। যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে সে লক্ষ্য উদ্দেশ্য তখনই স্বার্থক হবে যখন শুনবো আপনার পরিবারে স্বচ্ছলতা এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জীবনমান উন্নয়ন অনেক কাজ করেছেন। যা আর কোনো সরকার করতে পারেনি। তাই এই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সদর উপজেলা পরিষদব এর ভাইস চেয়ারম্যান মোঃ তসিকুল আলম বাবুল বলেন, জননেত্রী শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন হবে। যে কোনো উন্নয়নে আমরা উনাকে পাশে পাই। তাই আমরা সব সময় উনার পাশে থেকে সমর্থন দিয়ে যাবো।

সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে যে বরাদ্দ আসে আমরা সেটা যথাযথ ভাবে বাস্তবায়ন করে থাকি। সেই আলোকে আমরা আজকে এই সেলাই মেশিনগুলো প্রশিক্ষিত দুস্থ মহিলা মাঝে বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য পুরুষের পাশাপাশি নারীদেরও দেশের উন্নয়ন কাজে সামিল করা। সেজন্য সরকার নারী দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষাসহ নানান বিষয়ে জোর দিচ্ছে। তাছাড়া নারী পুরুষ একত্রিত হয়ে কাজ না করলে ২০৪১ সালে প্রধানমন্ত্রীর উন্নত দেশ গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবেনা। তাই দেশ উন্নয়নে নারী-পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।
পরে রাজস্ব খাতের সহায়তায় ৩৫ জন প্রশিক্ষিত উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

নবান্ন টিভি/ সিফাত রানা

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com