কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বোরো ধান রোপনে ব্যস্তমুখর কৃষকরা। প্রায় জমি ভিজিয়ে গভীর-অগভীর নলকূপের পানি দিয়ে রোপনের কর্মযজ্ঞ পুরোদমে চলছে। জমি ধান রোপন অনেকটা শেষের পথে।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বোরো চাষে অধিক আগ্রহী বলে জানা গেছে। উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন ইসলাম পুর,ইসলামাবাদ,পোকখালী,জালালাবাদ এবং ঈদগাঁও ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের জমিতে চলছে বোরে ধান রোপনের কার্যক্রম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা মাঠে ধান রোপনে মহাব্যস্ত সময় পার করতে চোখে পড়ে।
চলতি মৌসুমে বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপন করা পর্যন্ত সময় কাটছে চাষিদের। বোরো চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন কৃষকসহ চাষীরা। গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে ধানের চারা রোপনের কাজ চলছে। কোন কোন জমিতে চলছে চাষ, কোন জমিতে বীজ তলা থেকে তোলা হচ্ছে বীজ।
স্থানীয় নোমান জানান,বোরো চাষাবাদে বাড়ীর জমিতে কৃষকদের সাথে সময় দিচ্ছি। ভোর সকালে ধান রোপনের দৃশ্য সত্যি নান্দনিক।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান,বর্তমানে এই উপজেলায় বোরো চাষ শত করা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
নবান্ন টিভি / এম আবু হেনা সাগর