1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ঈদগড়-ঈদগাঁও সড়কে রেণুরছড়া খালের ব্রীজ দীর্ঘকাল ধরে চলাচলে অনুপযোগী — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

ঈদগড়-ঈদগাঁও সড়কে রেণুরছড়া খালের ব্রীজ দীর্ঘকাল ধরে চলাচলে অনুপযোগী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

ঈদগড়-ঈদগাঁও সড়কের রেণুরছড়া খালের উপর নির্মিত ব্রীজটি দীর্ঘ একবছর ধরে চলা চলের অনুপযোগী হয়ে আছে। পরিত্যক্ত অবস্থায় থাকা ব্রীজটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও গাড়ি চালকরা।

জানা যায়, গেল বছর ২০২৩ সালের শুরুর দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের ঈদগড় ১নং ওয়ার্ড পশ্চিম পাড়া রেনুর ছড়া খালের উপর নির্মিত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ব্রিজ। কিন্তু বাঁধ বাদে একবছর সময় ধরে পার হয়ে গেলেও এখনো ব্রীজটির সুফল ভোগ করতে পারেনি জনসাধারণ। যা নিয়ে সর্বস্তরের জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চরম অসন্তোষ।

এদিকে স্থানীয় এক জনপ্রতিনিধির কাছে জানতে চাইলে বলেন, ব্রীজটি চলাচলের উপযোগি করতে ইতিপূর্বে কিছু সমস্যা থাকলে ও তা নিরসন হয়েছে। কিন্তু বর্তমানে এই ব্রীজের সামনের একাংশে কিছু বৈদ্যুতিক খুঁটিসহ ছোট খাটো সমস্যা বিদ্যমান থেকে যাওয়ায় চলাচলের উপযোগি হয়নি।
দেখা যায়,বর্তমানে যে ব্রিজ দিয়ে যানবাহন চলা চল করছে তা দীর্ঘ বছর আগের একটি পুরাতন ব্রিজ। যেটি এখন একপর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ব্রীজটি দিয়ে একের অধিক গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। তাই সকলেরই দাবি দ্রুতসময়ে নতুন নির্মাণাধীন ব্রীজটি চলাচলের উপযোগি করার।

নবান্ন টিভি/ আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com