1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরাম চট্টগ্রামের ইফতার মাহফিল — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরাম চট্টগ্রামের ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩ বার পঠিত

মাহে রমজানের পবিত্রতা ও ফজিলতকে সামনে রেখে ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরাম চট্টগ্রামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শহরের চকবাজার বালি আর্কেডে এক অভিজাত হোটেলে চট্টগ্রামে বসবাসরত ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফোরামের সভাপতি মুসা ইব্রাহিম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোছাইন। তিনি ইসলামপুরের সব স্তরের নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হসপিটালের এসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার শাহজান নাজির, বাংলাদেশ পিডিব চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু মুসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওমর ফারুক, আকবর শাহ থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর, ব্রাক ব্যাংক আগ্রাবাদ ব্রাঞ্চের সিনিয়র অফিসার সাঈদ মুহাম্মাদ বাবু, প্রকৌশলী আবু সায়েদ, এইমস এডুকেশনের কান্ট্রি হেড রুহুল আমীন, এডভোকেট গিয়াস উদ্দিন, নুরুল আলম জিকু, রেজাউল করিম মিন্টু, মোঃমামুনুর রশিদ, তানভীর সিফাত, রিদুয়ান হক রাজন, মোঃঅলি রব্বানি, সাহাব উদ্দিন ( ঈদগাঁও আধুনিক হাসপাতালের পরিচালক), মিজানুর রহমান ও নওশাদ।

ফোরামের পক্ষে ইমন, রোমান, শাহিন, আদ্দিয়াত, শহিদুজ্জামান, শোয়াইব, মেহেরাব, সৌরভ, সজীব, মিতুসহ আরও অসংখ্য ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও ইফতার মাহফিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com