1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আলীরটেক ইউপি বিএনপির সভাপতি ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

আলীরটেক ইউপি বিএনপির সভাপতি ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের পদত্যাগ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মিলন মেহেদী, আলীটেক ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ হোসেন, তোফাজ্জল হোসেন, আক্তার হোসেন, আলীরটেক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশা প্রধান, হাসান মাহমুদ ইকবাল, সেলিম প্রধান, ভাওয়াল রিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্কুর, যুবদল নেতা দয়াল রিপন প্রমুখ।

আক্তার হোসেন বলেন, নৌকার চেয়ারম্যান জাকির হোসেন কিছু অসাধু বিএনপির নেতাকর্মীকের নিয়ে, তৃণমুল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের নামে হত্যাসহ বিভিন্ন গুরুতর মামলা দিয়ে যাচ্ছে। আজ আমাদের আলীরটেকের বিএনপির নেতাকর্মীরা ভয়ের মধ্যে আছে এবং তারা সকলের সাহায্য চাচ্ছে। আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়ামী লগের সাথে সম্পৃক্ত। সে কিছু অর্থলোভী মানুষকে বিএনপি বানিয়ে বিভিন্ন নাটক সাজাচ্ছে। সারা দেশের যখন সব চেযারম্যান পালাতক, সেই সময়ে সে বহাল তবিয়তে আমাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। আমরা অতি দ্রুত এর বিচার চাই এবং জাকির চেয়ারম্যানের পদত্যাগ চাই। পাশাপাশি বিএনপির দালালদেরও পদত্যাগ চাই।

হাসান মাহমুদ ইকবাল বলেন, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের দোষররা আমার এবং আলীরটেক বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমরা এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আমরা আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আমরা তার অপসারণ চাই। তার বদলে আলীরটেক ইউনিয়নের প্রশাসক নিয়োগের জোর দাবি জানাচ্ছি।

যুবদল নেতা দয়াল রিপন বলেন, যতবর ক্ষমতাধর হোক না কেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বুর রহমানের অপসারণ নিশ্চিত হতেই হবে। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা সবাই এক সাথে থাকলে ওই আওয়ামী লীগের দালালরা আমাদের কিচ্ছু করতে পারবে না।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com