‘বন্ধুত্বের বন্ধন হৃদয়ের স্পন্দন’ স্লোগানে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ ব্যাচ ভিত্তিক সংগঠন এসএসসি”৯৩ এর পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে বন্ধুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ মার্চ)প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে আমরা’৯৩ ঈদগাঁও উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাফি আনোয়ারের উপস্থাপনায় বন্ধুদের পক্ষ থেকে শৈশবের স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর নাছির উদ্দিন,মাষ্টার নুরুল আমিন হেলালী,মাষ্টার আবচার উদ্দিন,মাষ্টার আব্দুস ছালাম,চেয়ারম্যান জি এম কায়ছার,ব্যবসায়ী রাশেদ আলম,সরওয়ার কামাল,জাহাঙ্গীর আলম,প্রবাসী আবছার কামালসহ আরও অনেকে। ইফতার মাহফিলে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন বন্ধু শরিফ উদ্দিন। এসময় কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায দুইশতাধিক বন্ধু শৈশবের আড্ডায় মেতে উঠেন।
নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর