নুর আফরিন ফাইজা পিতা-মাতার ঘরে এক জান্নাত দিয়েও (২১) দিনের মধ্যে আল্লাহর ডাকে না ফেরার দেশে চলে গেছেন। নারায়নগঞ্জ প্রো-অ্যাকটিভ হাসপাতালে ৪ দিন আইসিইউ ও লাইফ সাপোর্টে ছিলো। ২১ দিনের শিশু নুর আফরিন ফাইজা ছিলেন প্রথম সন্তান। ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। ৪ দিন আইসিইউ ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার দুপুরে না ফেরার দেশে চলে যায়। বাদ আছর জানাজা নামাজ শেষে নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
বন্দরের নাসিক ২৩ নং ওর্য়াডস্থ নূরবাগ এলাকার ইফতেকার উদ্দিন আহম্মেদের শিশু কন্যা নুর আফরিন ফাইজা। একমাত্র শিশু কন্যার দাপন কাজ শেষ করে নিজেই পাগল হয়ে যাওয়ার উপক্রম। ব্যবসায়ী ও সমাজ সেবক ইফতেকার উদ্দিন আহমেদ বলেন, আহলে বাইতেন চন্দ্রকার হুজুর গাউছ নূরানীর উছিলায় মনীব যেমন আমার মেয়েকে জান্নাতের সর্ব্বোচ স্থানে রাখেন।
নবান্ন টিভি/ সুমন ইসলাম