দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার ভেতর ১৬ জন এবং ঢাকার বাইরে ১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যু হয়েছে।
এ ছাড়া এই সময়ের ভেতর রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৩০৮ জন।
এর মধ্যে রাজধানীর হাসপাতালে ৮৭৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
গত মাসেই ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
এদিকে, ডেঙ্গু রোগীদের চাপে হিমশিম অবস্থা কিছুটা কেটেছে রাজধানীর হাসপাতালগুলোতে। তবে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
নগরবাসীর অভিযোগ, মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নেই সিটি করপোরেশনের।
চিকিৎসকরা বলছেন, বর্তমানে ঢাকার চেয়ে ঢাকার বাইরের রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার রোগী কিছুটা কমলেও তাতে স্বস্তির কিছু নেই।
আরও পড়ুন :