1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় যারা শহীদ ও আহত হয়েছেন ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সব পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত।

শহীদ পরিবার যারা রয়েছে তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।

ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com