1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সর্বজনীন পেনশনে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নিবন্ধন — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

সর্বজনীন পেনশনে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নিবন্ধন

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
সর্বজনীন পেনশনে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নিবন্ধন

সর্বজনীন পেনশন কর্মসূচী চালুর পর এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। বিভিন্ন স্কিমে টাকা জমা দিয়েছেন অন্তত ৩ হাজার মানুষ।

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা আজ শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন।

গোলাম মোস্তফা জানান, সর্বজনীন পেনশন স্কিমে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩ হাজার মানুষ চাঁদা দিয়েছেন।

এই সময়ে মোট আদায় প্রায় দেড় কোটি টাকা। এই পর্যন্ত স্কিমে নিবন্ধন করেছেন ১০ হাজারের বেশি মানুষ।

অনলাইন কার্যক্রমের কারণে নিবন্ধনকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আশা প্রকাশ করে বলেন, দিন দিন সর্বজনীন পেনশনে আগ্রহী মানুষের সংখ্যাও বাড়বে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন।

পেনশনের ছয়টি স্কিমের মধ্যে চারটি চালু করা হয়েছে। এই চার স্কিমে অন্তত ১০ কোটি এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে বলে আশা সরকারের।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com