1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস র‍্যাবের নতুন মুখপাত্র — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস র‍্যাবের নতুন মুখপাত্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৬২ বার পঠিত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আরাফাতকে র‌্যাব-৮ এর অধিনায়ক করে বরিশালে বদলি করা হয়েছে।

আজ সোমবার র‌্যাব মহাপরিচালক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে আরও তিন কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়।
র‌্যাব-৪ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব সদর দপ্তরে বদলি করা হয়েছে অপারেশন্স উইংয়ের পরিচালকের দায়িত্ব দিয়ে। র‌্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে একই পদে বদলি করা হয়েছে র‌্যাব-৩ এ। আর র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবীরকে একই পদে বদলি করা হয়েছে র‌্যাব-৫ এ।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com