1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মেঘালয়ে আওয়ামী লীগ নেতা পান্নার মরদেহ উদ্ধার: ভারত পুলিশ — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

মেঘালয়ে আওয়ামী লীগ নেতা পান্নার মরদেহ উদ্ধার: ভারত পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মেঘালয়ের জয়ন্তী হিলস জেলার এক পানের বরজ থেকে আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার গলিত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ২৬ আগস্ট সন্ধ্যায় মরদেহটি পাওয়া যায়। মেঘালয় পুলিশ পাসপোর্ট দেখে পান্নাকে শনাক্ত করেছে। অধিকতর শনাক্তকরণ ও প্রক্রিয়াকরণের জন্য মরদেহটি খলিহরিয়াত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সুপারিনটেনডেন্টের (এসপি) বরাতে জানিয়েছে পিটিআই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পান্না আত্মগোপনে ছিলেন বলে পারিবার সূত্রে জানা গেছে। সরকার পতনের পর তিনি সিলেট হয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। ২৬ আগস্ট সকালে পান্না ও আরও কয়েকজন সিলেটের তামাবিল এলাকা দিয়ে মেঘালয়ে পাড়ি জমান বলে জানা গেছে। সকাল ৬টার দিকে তারা কাছাকাছি একটা পাহাড়ে পৌঁছেন। সেখানে পান্নার গুরুতর শ্বাসকষ্ট শুরু হয়। তিনি হাঁটতে পারছিলেন না। পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য প্রতিবেদনে বলা হয়, পান্না বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ধাওয়া খেয়ে পালানোর সময় মারা যেতেন পারে। কর্তৃপক্ষ এখনও তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com