চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী কয়েকদিন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাই শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। এর আগে এক জরুরি বিজ্ঞপ্তিতে রোববার (৩০ জুন) এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবহাওয়া অধিদফতরের সূত্র থেকে জানা যায় যে আগামী কয়েক দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল গেট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনও কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় উক্ত আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি অতীব জরুরি বিবেচনায় এনে এ অনুরোধ জানানো হলো।
অরুণ কুমার গাইন জানান, আবহাওয়া পূর্বাভাসে আগামী পাঁচ-সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার পরীক্ষা শুরুর পর বৃষ্টিপাতের কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছেন। সুতরাং পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের পরীক্ষা চলাকালে অতিরিক্ত সময় দিতে একটি নির্দেশনা দেয়া হয়েছে।