1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পঠিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের এ সূচকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ১৮১তম স্থানে, যা গত বছর ছিল ১৮২তম।

বিশ্বজুড়ে ভ্রমণ, নাগরিক অধিকার ও কর সুবিধার নিরিখে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী- সে বিষয়টি প্রতিবছর মূল্যায়ন করে থাকে আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট। শুক্রবার প্রকাশিত ২০২৫ সালের জন্য হালনাগাদ করা তাদের সর্বশেষ সূচকে উঠে এসেছে এই তথ্য।

এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড। এছাড়া শীর্ষ দশে রয়েছে সুইজারল্যান্ড, গ্রিস, পতুর্গাল, মাল্টা, ইতালি, নরওয়ে, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড ও আইসল্যান্ড।

তালিকায় এ বছর ৩৮ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮১তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৫০টি দেশে ভ্রমণ করতে পারবেন।

এর আগে, গত বছর বাংলাদেশের স্কোর ছিল ৩৭.৫০ এবং ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৪৯টি দেশে ভ্রমণ করার সুযোগ ছিল। এদিকে, নোমাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর ১০৯। এ দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।

এছাড়া বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে নেপাল (স্কোর ৩৯.৫) এবং নিচে রয়েছে মায়ানমার (স্কোর ৩৭.৫)। ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫), আর পাকিস্তান রয়েছে ১৯৫তম স্থানে (স্কোর ৩২)।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com