1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিডিআর স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

বিডিআর স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত

কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেছেন।

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃ তদন্তসহ তিন দাবি করছেন তারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দেড়টার দিকে তারা শাহবাগে যাত্রা করে। শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় দাঙ্গা পুলিশের সদস্যদের শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এদিকে, বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। তাই সব কারাবন্দির মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি তুলেছেন তারা।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা। বক্তারা বলেন, কেরানীগঞ্জ কোর্ট বসার কথা ছিল, পরে শুনেছি আলিয়া মাদ্রাসার মাঠে বসবে। কিন্তু আজকে এখন পর্যন্ত কোথায়ও কোর্ট বসেনি। আইনজীবীদেরও কিছু জানানো হয়নি। যাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে বক্তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের।

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সঙ্গে সংহতি জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com