1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কেবল বিএনপি নয় পুরো জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দীর্ঘদিন বাইরে থাকার কারণে কালের সাথে, বয়সের সাথে তিনি অনেকগুলো গুণাবলি অর্জন করেছেন, যা একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। উনি সেটি অর্জন করেছেন। তার নেতৃত্বে শুধু বিএনপি নয়, সমগ্র জাতি উপকৃত হবে।

তিনি বলেন, আমি লন্ডনে এসেছিলাম আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য। তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পটপরিবর্তনের পর এমনিতে যদিও আমাদের বাংলাদেশ থেকে প্রতিদিন কথা হয়, যোগাযোগ হচ্ছিল… তারপরও সামনাসামনি কথা বলে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং দিকনির্দেশনার প্রয়োজন ছিল, সেজন্য এসেছিলাম।

তিনি আরও বলেন, আমরা আমাদের রাজনীতির বিশেষ বিশেষ বিষয় নিয়ে কথা বলেছি, আগামী দিনের দলের জন্য নির্দেশনা নিয়েছি। আমরা যে পদ্ধতি নিয়ে এগোচ্ছি, সেটি নিয়ে কথা হয়েছে, একটা ওয়াইড পরিধি নিয়ে কথা হয়েছে…। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা নিয়ে সঠিক পথে এগোচ্ছি। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমরা তার নেতৃত্বেই অংশ নেব এবং ভালো ফলাফল করতে পারব।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য সবকিছু তৈরি আছে। একই সাথে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। কিছু মামলার যৌক্তিক সমাধান হলে এবং পরিবেশ অনুকূল হলে তখন তিনি দেশে ফিরে যাবেন।

লন্ডনে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন বৈঠকে নো ভিসা ফি বাড়ানোর বিষয়ে প্রবাসীদের ক্ষোভ শুনেছি। বাংলাদেশে গিয়ে সরকারের সাথে এটি নিয়ে কথা বলব।

পাশাপাশি বিএনপি ত্যাগী প্রবাসী নেতাদের দলে মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com