1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ছোট অপরাধে রিক্রুটিং এজেন্সিকে গুনতে হবে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

ছোট অপরাধে রিক্রুটিং এজেন্সিকে গুনতে হবে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা জরিমানা

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ বার পঠিত
রিক্রুটিং

ছোট অপরাধ প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সিকে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন), ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এটি গত ৭ আগস্ট নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। সেটির আজকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রথমবারের মতো আইনের মাধ্যমে রিক্রুটিং এজেন্ট যারা কাজ করেন, তারা সাব এজেন্ট রাখতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

সাব এজেন্ট কীভাবে নিয়োগ করা হবে, কারা-কারা থাকবেন, সেটি বিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সেই বিধি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তৈরি করবে।’

তিনি বলেন, মূল উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের আনঅফিসিয়ালি অনেক সাব এজেন্ট অথবা প্রতিনিধি আছে।

তাদেরকে কখনো আইনের আওতায় আনা যাচ্ছে না। তারা সবসময় ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে। এজন্য মূলত এই পদক্ষেপ নেয়া হয়েছে।

‘আরেকটি বিষয় হচ্ছে আগে যেটা ছিল যে, রিক্রুটিং এজেন্সির যদি আমরা কোনো অন্যায় পাই দেখা যায় তার লাইসেন্স স্থগিত বা বা বাতিল করা হতো।

মাঝখানে যদি ছোটখাটো অপরাধ হতো, কোনো শাস্তির সুযোগ ছিল না।

সেজন্য এবার এখন পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানে সরকার যদি কোনো এজেন্সির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পায়,

অভিযোগ পাওয়ার পর যদি তদন্তে তা প্রমাণ হয়, তবে তাদের শাস্তি দেয়া যাবে। আগে তা দেয়া যেত না।’

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com