1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮৫ বার পঠিত

রমজান উপলক্ষে স্কুল-কলেজের পর মাদ্রাসায়ও ছুটির তালিকা সংশোধন করেছে সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী ২১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতরও। অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৭-২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চলবে।

বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে রমজানে মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়। তবে প্রাথমিক বিদ্যালয় ১০ দিন খোলা রাখার কথা বলা হয়।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোও ১০-২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com