1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
১৪ বারের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু আজ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

১৪ বারের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু আজ

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত
১৪ বারের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু আজ

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মিশন শুরু করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রুপ ‘সি’ ম্যাচে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হবে মাদ্রিদিস্তারা। লা লিগার জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে ইউসিএলেও শুরুটা রাঙ্গাতে চায় লস ব্ল্যাঙ্কোস।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে এগারোটায়।

গেলো মৌসুমে লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতছাড়া হলেও এ মৌসুমে সাবধানী রিয়াল মাদ্রিদ। এক চুলও ছাড় দিতে নারাজ লস ব্ল্যাঙ্কোস।

আর তাইতো, চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার সঙ্গে হাড্ডাহড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল।

চলতি মৌসুমে লা লিগায় জয়ের ধারা ধরে রাখতে তাই বদ্ধপরিকর দলটা।

 

নতুন মৌসুম শুরু থেকেই দুর্দান্ত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে মাদ্রিদিস্তারা। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছেন আনচেলত্তি।

চলতি মৌসুমে লিগে খেলা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে রিয়াল। লিগের পর এবার দলটার সামনে ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগ মিশন।

যে মিশন সামনে রেখে নানা ধরনের প্রস্তুতি দলে।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল এই ক্লাবটার লক্ষ্য এবার গেলো মৌসুমে ইউসিএল ট্রফিটা ঘরে তুলতে না পারার আক্ষেপটা ঘোঁচানো।

 

চ্যাম্পিয়ন্স লিগ মিশন সামনে রেখে কৌশলী অবস্থানে ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। গ্রুপ ‘সি’ এর ম্যাচে সম্ভাব্য ৪-৩-১-২ ফর্মেশনে স্কোয়াড গোছাচ্ছেন তিনি।

ডিফেন্স লাইন শক্ত করতেই বেশি মনযোগী দল। ভাসকুয়েজ, রুডিগার, আলবা, গার্সিয়াদের ওপরই ভরসা করছেন কোচ। তবে, দলে কিছুটা ইনজুরি সমস্যাও রয়েছে।

ভিনিসিয়ুস জুনিয়র, মিলিতাও, কারভাহালদের ইনজুরি চিন্তার কারণ হতে পারে।

তবে, দলের নির্ভরতার প্রতীক ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকেও স্কোয়াডে পাচ্ছেন বস আনচেলত্তি।

আর তাই, জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ মিশনের শুরুটা রাঙ্গাতে চায় মাদ্রিদিস্তারা।

 

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের যাত্রা শুরু করতে যাচ্ছে রিয়াল।

ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সূচনাটা বার্লিনও চাইবে জয় দিয়ে শুরু করতে।

১৪ বারের ইউসিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের লক্ষ্যে অনুশীলন, ভিন্ন ভিন্ন টেকনিকে মনোযোগী দলটা।

সম্ভাব্য ৩-৫-২ ফর্মেশনে দল গোছাতে ব্যস্ত কোচ ফিশ্চার। ইনজুরি সমস্যা থাকলেও, তা নিয়ে ভাবতে চাইছে না বার্লিন।

এখন পর্যন্ত দু’দল কোনো ম্যাচ না খেললেও, রিয়াল চাইবে চলতি মৌসুমের জয়ের ধারাবাহিকতা চ্যাম্পিয়ন্স লিগেও ধরে রাখতে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com