স্বপ্নের অভিষেকটা রাঙাতে পারলেন না তানজিদ হাসান তামিম।
মহেশ থিকসানার শিকার হয়ে দুই বলে ০ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তামিম।
তবে বড়দের বড় মঞ্চের চাপটা হয়তো তিনি ঠিকঠাক নিতে পারেননি।
ফলে তাকে এলবিডব্লিউর ফাঁদে পড়তে হয়েছে।
ইমার্জিং এশিয়া কাপের চার ম্যাচে তিন ফিফটি হাঁকিয়েছিলেন তামিম।
স্ট্রাইক রেট একশর উপরে। সেকরাণেই হয়তো তানজিদ হাসান তামিমকে পাঠানো হচ্ছে ওপেন করতে।
৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৬ ম্যাচে বাঁহাতি এ ওপেনার করেছেন ১,২৭১ রান।
রয়েছে তিনটি সেঞ্চুরি, সাতটি ফিফটি।
আরও পড়ুন :