1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সুপার ফোরে আজ বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন

সুপার ফোরে আজ বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত
সুপার ফোরে আজ বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা

এশিয়া কাপের ১৬ তম আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। সুপার ফোরে আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা।

সেই সুখস্মৃতি এখনও তাজা। এছাড়া সুপার ফোরে পাকিস্তানের কাছে একরকম উড়ে গেছে টাইগাররা।

লাহোরে বড্ড বাজে ব্যাটিং করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে আত্মবিশ্বাস নিয়েই তাদের মোকাবিলা করবে লঙ্কানরা।

সাম্প্রতি সময়ে বাংলাদেশের মিডলঅর্ডার ও লোয়ারঅর্ডাররা মোটেও জ্বলে উঠতে পারছে না। সেই সুযোগটা কাজে লাগাতে চায় স্বাগতিকরা।

তাই এই ম্যাচে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না শ্রীলংঙ্কা। উইনিং কম্বিনেশন ধরে রাখতে আগ্রহী তারা।

ফলে কুশল পেরেরা, দুশান হেমান্থা, বিনুরা ফার্নান্দো ও প্রামোদ মাদুশানকে আজকের ম্রাচেও দেখা যাবে না।

 

উল্লেখ্য, এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে লঙ্কানদের জয় ১৩টিতে।

সবমিলিয়ে সর্বমোট ৫২বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এক্ষেত্রে শ্রীলঙ্কা ৪১বার এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে। বা

কি ২টি পরিত্যক্ত হয়। এবার কে জেতে তাই দেখার অপেক্ষা।

 

 

শ্রীলংকা সম্ভাব্য একাদশ

পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com