1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রোনালদোর জোড়া গোলে উড়ে গেলো পোল্যান্ড — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

রোনালদোর জোড়া গোলে উড়ে গেলো পোল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার পঠিত

বয়সটা যে শুধুই সংখ্যা, সেটাই বারংবার প্রমাণ করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও আলো কাড়ছেন ফুটবল মাঠে, গড়ে যাচ্ছেন একের পর রেকর্ড, করছেন বাইসাইকেল গোল। তার নৈপুণ্যেই শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পোল্যান্ডকে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

উয়েফা নেশন্স লিগের ম্যাচে গতকাল রাতে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। দুই গোল এবং এক অ্যাসিস্ট এই ম্যাচে পর্তুগালের নায়ক রোনালদো। এই জয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল।

পর্তুগালকে এই জয় এনে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন সিআরসেভেন। জাতীয় দলের জার্সিতে স্প্যানিশ তারকা সার্জিও রামোসের জয়ের রেকর্ড ছিল ১৩১ ম্যাচ। তাকে ছাড়িয়ে এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার রোনালদো।

ঘরের মাঠে অবশ্য ম্যাচের শুরুটা ভালো হয়নি রোনালদোদের। শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে পোলিশরা। প্রথমার্ধের বেশ কয়েকটা আক্রমণ পর্তুগিজদের রক্ষণে কাঁপনও ধরিয়েছে দলটি।

৩৮ মিনিটে গোলটা প্রায় পেয়েও গিয়েছিল সফরকারীরা। তবে পর্তুগিজ গোলরক্ষকের অতিমানবীয় সেইভে রক্ষা পায় রোনালদোর দল। সময়ের এগোতে থাকলে নিজেদের গুছিয়ে নেয় পর্তুগাল। বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকটি ভালো আক্রমণও করে তারা। তবে মেলেনি জালের দেখা।

গোলশূন্য প্রথমার্ধের দ্বিতীয়ার্ধে গোল হয় ৬টি। ৫৯ মিনিটে ডেডলক ভাঙেন রাফায়েল লিয়াও। ৭০ মিনিটে পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে লিড দ্বিগুণ করেন রোনালদো।

দশ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করে পর্তুগাল। ৮০ মিনিটে দূর থেকে বুলেট গতির শটে স্কোরলাইনে নাম লেখান ব্রুনো ফার্নান্দেজ। তিন মিনিট পর রোনালদোর পাস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন নেতো।

৮৭ মিনিটে পোল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকেন রোনালদো। বাই সাইকেল কিক থেকে গোল করেন সিআরসেভেন। পরের মিনিটে একমাত্র গোলটি করে পোল্যান্ড। তবে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com