এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা জিতে টুর্নামেন্টের সমাপ্তি টেনেছে বাংলাদেশ। এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই আত্মবিশ্বাস থেকেই সাকিব বলছেন, বিশ্বকাপে টাইগাররা ভয়ংকর দল হতে পারে।
ভারতের বিপক্ষে সাকিব আল হাসান ব্যাট হাতে ৮৫ বলে ৮০ ও বল হাতে ৪৩ রানে নেন এক উইকেট।
এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেন তিনি। পুরস্কার নিতে এসে সাকিব বলেন,
আমরা ভালো একটা দল পেয়েছি। ইনজুরিতে একাধিক প্লেয়ার বাদ পড়েছে, অনেকেই দলে এসেছে।
(এশিয়া কাপে) সেটা আমাদের সহায়তা করেনি। আমার মনে হয়, বিশ্বকাপে আমরা ভয়ংকর একটা দল হব।
ভারতের ম্যাচের দিকে তাকালে সাকিবের কথাটাকে খুব বেশি অমূলক মনে নাও হতে পারে।
টিম ইন্ডিয়ার বিপক্ষে দলীয় পারফরম্যান্সে জিতেছে টাইগাররা।
যেখানে সাকিবের ৮০ ও হৃদয়ের ৫৪ বাদেও ব্যাট হাতে অবদান রেখেছেন শেষের দিকের ব্যাটাররা।
স্পিনার নাসুম আহমেদ ৪৫ বলে করেন ৪৪ রান। শেখ মেহেদী ২৯ ও তানজিম সাকিব করেন ১৪ রান।
এশিয়া কাপজুড়ে ব্যাট হাতে ফর্মটা খুব একটা ভালো যায়নি সাকিবের।
কিন্তু শেষ ম্যাচে রান পেয়েছেন টাইগার অলরাউন্ডার।
এ সম্পর্কে তিনি বলেন,
এশিয়া কাপে আমি খুব বেশ ভালো ব্যাটিং করতে পারিনি। ভারতের বিপক্ষে থিতু হওয়ার সময় পেয়েছি।
প্রথম বাউন্ডারিটি মেরেই ভালো লেগেছে। বল পুরোনো হওয়ার পর খেলাটা কঠিন ছিল।
ভারতের বিপক্ষে পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ।
কেন এত বেশি পরিবর্তন এসেছে এ নিয়ে সাকিব বলেন,
যারা খুব বেশি খেলেনি, আমরা এ ম্যাচে তাদের সুযোগ দিয়েছি। ভেবেছিলাম, স্পিনাররা ভূমিকা রাখতে পারে। ভাগ্য ভালো যে তারা পেরেছে।