বিপিএলের এলিমিনেটরের আগে বিদেশি খেলোয়াড় এনেছে রংপুর। এছাড়াও বিদেশিদের দলে ভিড়িয়েছে খুলনা ও বরিশালও। তবে বিদেশি ক্রিকেটার আনার কোনো পরিকল্পনা নেই চিটাগং কিংসের।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সোমবার (৩ ফেব্রুয়ারি) বরিশালের কাছে হেরে গেছে চিটাগং। এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে বরিশালের।
তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে যাওয়া খুলনার অধিনায়ক মোহাম্মদ মিথুন আশাবাদী। যেসব খেলোয়াড় দলে আছে তাদের নিয়েই সন্তুষ্ট তারা। চিটাগং কোনো বিদেশি খেলোয়াড় আনবে না বলে জানিয়েছেন দলটির অধিনায়ক।
মোহাম্মদ মিথুন বলেন, ‘এখনও এমন কোনো (বিদেশি আনার) পরিকল্পনা নাই। সেটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না। এখন পর্যন্ত যারা বিদেশি খেলছে সবাই এই আবহাওয়ার সাথে এডজাস্ট করে ফেলেছে। বড় নাম আনলেই ডেলিভার করতে পারবে এমন না।’
এদিকে রংপুরের তিন ক্রিকেটার সকালে ঢাকায় পা রেখে দুপুরেই মাঠে নামেন। তবে একজনও পারফর্ম করতে পারেননি। মিথুনের মতে যত বড় খেলোয়াড়ই হোক না কেন, ঠিকঠাক বিশ্রাম না নিতে পারলে তবে সেই খেলোয়াড় সেরাটা দিতে পারবেন না।
মিথুন বলেন, ‘ক্রিকেটিং দিক থেকে দেখলে (এমন অবস্থা) আইডিয়াল না। জার্নি করে জেট ল্যাগের ব্যাপার থাকে। আমি মনে করি না এটা আইডিয়াল। যদি এনে তাকে রেস্ট দেয়া যায় সেটা আইডিয়াল।’