1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ধোনি আইপিএলে নতুন দায়িত্ব নিয়ে আসছেন — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

ধোনি আইপিএলে নতুন দায়িত্ব নিয়ে আসছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৭৮ বার পঠিত

শুরু হতে এখনও সপ্তাহ দুয়েকেরও বেশি সময় বাকি  আইপিএল । ২২ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৭তম আসরের। 

এই আসর শুরু হওয়ার আগে সোমবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একটি রহস্যময় পোস্ট দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। তিনি লিখেন, ‘নতুন মৌসুম ও নতুন দায়িত্বের জন্য আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গে থাকুন।’

অবশ্য রহস্যময় পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ধোনির ভক্ত-সমর্থকরা অনুমান করতে শুরু করেন কি সেই নতুন দায়িত্ব।

কেউ কেউ লিখছেন ধোনি হয়তো এবার মেন্টর হিসেবে আসবেন। কেউ কেউ বলছেন কোচ হবেন। আর কেউ কেউ লিখছেন অধিনায়ক ও মেন্টরের দায়িত্ব পালন করবেন।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন ধোনি। এছাড়া আইপিএলে গৌতম গাম্ভীর মেন্টরের দায়িত্ব পালন করেছেন কলকাতা নাইট রাইডার্সের।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com