পার্থে ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। আর সৌদি আরবের রিয়াদে ২৪ ও ২৫ হবে আসন্ন আইপিএলের নিলাম। এমন গুরুত্বপূর্ণ সিরিজের মাঝপথে আইপিএলের নিলাম আয়োজনকে হাস্যকর বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
আইপিএলের ২০২৫ সালের আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এর আগে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির কর্তৃপক্ষ। এখন শুধু নিলামের অপেক্ষা।
মেগা এই নিলামে ক্রিকেটারদের পাশাপাশি চোখ থাকবে ভক্তদের। যেখানে ভাগ্য নির্ধারণ হবে অনেক ক্রিকেটারের। তবে, টেস্ট সিরিজের মাঝে এমন আয়োজন রাখার সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি ভনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুই টেস্টের মাঝে যে বিরতি আছে সেসময় এই নিলামটি আয়োজন করতে পারত বিসিসিআই।
এই বিষয়ে ভনের ভাষ্য, ‘প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর। প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। যখন আপনি জানেন যে, টেস্ট ম্যাচ খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি করতে হবে।
উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে আছেন রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের সবার ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আরেক পেসার তাসকিন আহমেদ, দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।