1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা ভারতের রবিন্দ্র জাদেজার — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা ভারতের রবিন্দ্র জাদেজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিরাট কোহলি ও রোহিত শর্মার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন রবীন্দ্র জাদেজাও। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের এক দিন পর ইনস্টাগ্রাম বার্তায় অবসরের ঘোষণা দেন এই বাঁহাতি। ৩৫ বছর বয়সী জাদেজা ভারতের হয়ে ৭৪ টি-টোয়েন্টি খেলেছেন।

অবসর-ঘোষণার বার্তায় জাদেজা লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি। গৌরবের সঙ্গে দ্রুতবেগে ছুটে চলা ঘোড়ার মতো আমি সব সময়ই দেশের জন্য সেরাটা দিয়েছি এবং অন্যান্য সংস্করণে সেটা করে যাব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। সব স্মৃতি, উল্লাস আর বিরামহীন সমর্থনের জন্য ধন্যবাদ।’

জাদেজা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি আলো ছড়াতে পারেননি। ৫ ইনিংসে ব্যাট করে দুটিতে অপরাজিতসহ করেন ৩৫ রান। আর ৭ ইনিংসে বল করে উইকেট নেন মাত্র একটি। রোহিত ও কোহলি অবসর নেওয়ায় ভারতের আগামীর টি-টোয়েন্টি যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, সে দলে হয়তো বয়সজনিত কারণে জাদেজারও শেষ দেখে ফেলতেন। তবে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে নিজ থেকেই সরে গেলেন জাদেজা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচের ৪১ ইনিংসে ব্যাট করে ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করেছেন জাদেজা। আর ৭১ ইনিংসে বল হাতে নিয়ে ৭.১৩ ইকোনমিতে নিয়েছেন ৫৪ উইকেট।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com