1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো পাকিস্তান — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পঠিত

বাঁহাতি পেসার মোহাম্মদ আমির সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন ২০২০ সালের আগস্টে। তার প্রায় সাড়ে তিন বছর পর আবারও দলে ফিরেছেন তিনি। অপরদিকে ইমাদ ওয়াসিম অনেকটা অভিমান থেকেই অবসর নিয়েছিলেন। সেটি ভেঙে ফিরে আসার পর এবার দলেও ডাক পেয়েছেন এই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার।

মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৮ এপ্রিল। পাকিস্তানের মাটিতে হবে সিরিজটি। এই সিরিজ দিয়েই সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হয়ে ফিরছেন বাবর আজম।

বাঁহাতি পেসার মোহাম্মদ আমির সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন ২০২০ সালের আগস্টে। তার প্রায় সাড়ে তিন বছর পর আবারও দলে ফিরেছেন তিনি। অপরদিকে ইমাদ ওয়াসিম অনেকটা অভিমান থেকেই অবসর নিয়েছিলেন। সেটি ভেঙে ফিরে আসার পর এবার দলেও ডাক পেয়েছেন এই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার।

পাকিস্তান দলে আরও এমন একজন ডাক পেয়েছেন যাকে নিয়ে গত কিছুদিন ধরে চলছে নাটক। আরব আমিরাত ক্রিকেট বোর্ড কর্তৃক পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উসমান খান। এই মারকুটে ব্যাটসম্যানকেও নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে ডেকেছে পিসিবি। অবশ্য পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করাতেই ইসিবির নিষেধাজ্ঞা পেয়েছেন উসমান।

১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল। শেষ দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে।

পাকিস্তান দলঃ

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সিয়াম আইয়ুব, শাদাব খান, শাহিন আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com