1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
১৫ অক্টোবর যুক্তরাজ্যে থেকে পাকিস্তানে পৌঁছাবেন পিএমএল-এন — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

১৫ অক্টোবর যুক্তরাজ্যে থেকে পাকিস্তানে পৌঁছাবেন পিএমএল-এন

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত
পিএমএল-এন

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিমো আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন।

দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফ ১৫ অক্টোবর লাহোরের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।

তিনি বিশেষ ফ্লাইটের পরিবর্তে একটি যাত্রীবাহী বিমানে পাকিস্তানে ফিরবেন।

দলীয় সূত্র জানিয়েছে, পাকিস্তানে ফেরা উপলক্ষে সংবর্ধনা আয়োজনের জন্য পিএমএল-এনের কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ শরিফ।

সংবর্ধনায় সর্বাধিকসংখ্যক লোক জড়ো করার জন্য দলের নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

পিএমএল-এন প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ সংবর্ধনা সংক্রান্ত বিষয়গুলো তদারকি করছেন।

পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফকে ১০ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবেন।

প্রায় ৯ বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নওয়াজ শরিফ।

দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি।

তবে ২০১৭ সালে ক্ষমতাচ্যুতির পর ২০১৯ সাল থেকে দুর্নীতির দায় ও স্বাস্থ্যগত কারণে যুক্তরাজ্যে রয়েছেন নওয়াজ।

সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনে আবারও দেশে ফিরতে যাচ্ছেন তিনি।

সেপ্টেম্বরেই পাকিস্তানে ফেরার কথা ছিল নওয়াজে শরিফের।

তবে এ সময় দেশটিতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় নির্বাচনী প্রচারণা ঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না।

সেকারণে এ সময় পিছিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও নওয়াজ শরিফের রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা তাকে সেপ্টেম্বরে না ফেরার পরামর্শ দিয়েছেন।

কেননা এ মাসেই মেয়াদ শেষ হবে দেশটির বর্তমান প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালের।

তিনি ইমরান খানের দল ‘পিটিআই’কে সহায়তা করছেন বলে অভিযোগ তাদের।

এ অবস্থায় নওয়াজ শরিফ দেশে ফিরলে আরও আইনি জটিলতায় পড়তে পারেন বলে শঙ্কা তাদের।

২০১৯ সালে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে লন্ডনে যান নওয়াজ শরিফ।

তার পরিবার অভিযোগ করে আসছে, তৎকালীন ইমরানের খানের নেতৃত্বাধীন সরকার নওয়াজকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিল।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com