ইরানে একটি মিনিবাস সড়ক থেকে গিরিখাতে পড়ে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আটজন।
শনিবার (২৬ আগস্ট) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ আগস্ট) পর্বতারোহীদের বহনকারী একটি মিনিবাস পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে গিরিখাতে উল্টে পড়ে। এতে ১০ জন নিহত হয়েছেন।
প্রদেশটির জরুরি সেবা সংস্থার মুখপাত্র ভাহিদ শাদিনিয়াও ১০ জন নিহতের তথ্য জানিয়েছেন।
পূর্ব আজারবাইজান প্রদেশের এক কর্মকর্তা বলেছেন, মিনিবাসটি পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় অজানা কারণে উল্টে গিরিখাতে পড়ে যায়।
ইরানের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উচ্চ হারের তালিকায় রয়েছে দেশটি।
চালকদের গাড়ি চালনার তুলনামূলক কম অভিজ্ঞতা বা নিম্নমানের যন্ত্রাংশের কারণে প্রায়ই দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন :