1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
স্মরণকালের ভয়াবহ দুর্যোগের মুখে ভারতের হিমাচল মৃতের সংখ্যা বেড়ে ৫৯
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

স্মরণকালের ভয়াবহ দুর্যোগের মুখে ভারতের হিমাচল মৃতের সংখ্যা বেড়ে ৫৯

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৮৮ বার পঠিত
স্মরণকালের

স্মরণকালের ভয়াবহ দুর্যোগের মুখে পড়া ভারতের হিমাচল প্রদেশে নজিরবিহীন বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।

এছাড়াও, বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নতুন করে নিখোঁজ হয়েছেন আরও অন্তত সাতজন।

চলতি বর্ষা মৌসুম যেন এক অভিশাপের নাম ভারতের হিমাচলবাসীর কাছে।

স্মরণকালের ভয়াবহ বন্যায় রেকর্ড ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে ওঠার আগেই আবারও নজিরবিহীন দুর্যোগের কবলে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যটি।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়,

গেল কয়েকদিনের একটানা ভারি বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসের পাশাপাশি রাজ্যজুড়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

এতে ঘরবাড়ি, রাস্তাঘাটের অকল্পনীয় ক্ষয়ক্ষতির পাশাপাশি পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ।

পানির তোড়ে ভেসে গেছে মানুষ, গবাদি পশু এমনকি যানবাহন।

বৃষ্টিজনিত দুর্ঘটনার কবল পড়ে গেল দুদিনেই পাহাড়ি এ রাজ্যটিতে মারা গেছেন ৫৯ জন।

পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে শিমলায়।

সেখানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায়, একের পর এক ভূমিধসে দিশেহারা বাসিন্দারা।

এতে, বহু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মাটির নিচে চাপা পড়ে মৃতের সংখ্যাও।

সেইসঙ্গে, সড়ক ও মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এরইমধ্যে বন্ধ হয়ে গেছে সাড়ে ৭শ’ সড়ক। পরিস্থিতির অবনতি হয়েছে আরেক জেলা মান্ডিতেও।

সেখানে বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নতুন করে বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, প্রায় একই পরিস্থিতি পার্শ্ববর্তী উত্তরাখন্ডেও।

রাজ্যটিতে গেল কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বিভিন্ন স্থানে ভূমিধসের খবরও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

চলতি বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমাণ এরইমধ্যে ৭ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

আরও পড়ুন

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com