1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘সুপার সিট সেল’ নামে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে ‘এয়ার অ্যারাবিয়া’ — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

‘সুপার সিট সেল’ নামে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে ‘এয়ার অ্যারাবিয়া’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শীর্ষস্থানীয় সাশ্রয়ী এয়ারলাইন সেবা সংস্থা ‘এয়ার অ্যারাবিয়া’। প্রতিষ্ঠানটি তার নেটওয়ার্কজুড়ে ১ লাখ ৫০ হাজার আসনের জন্য ‘সুপার সিট সেল’ নামে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব আসন বরাদ্দ দেওয়া হবে।

এই মূল্যছাড়–সুবিধায় রয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি পর্যন্ত নন-স্টপ ফ্লাইট, যার একমুখী ভাড়া মাত্র ১০ হাজার ৫৯২ টাকা থেকে শুরু।

অফারটি ২২ এপ্রিল থেকে আগামী ৫ মে (২০২৪) পর্যন্ত সিট বরাদ্দের ক্ষেত্রে পাওয়া যাবে। আর ভ্রমণের তারিখ চলতি বছরের ২৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত।

মাত্র ১০ হাজার ৫৯২ টাকার এই একমুখী টিকিটে আরামদায়ক ও উন্নত মানের উড়োজাহাজে ঢাকা ও চট্টগ্রাম থেকে শারজাহ ও আবুধাবি পর্যন্ত নন-স্টপ ফ্লাইট–সুবিধা পাওয়া যাবে। অফারভেদে প্রযোজ্য হবে বিভিন্ন শর্ত।

উড়োজাহাজশিল্পের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করছে এয়ার অ্যারাবিয়া।

সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিসরে অবস্থিত পাঁচটি কৌশলগত কেন্দ্র থেকে প্রায় ২০০টি রুটে এয়ার অ্যারাবিয়া ফ্লাইট পরিচালনা করে আসছে।

এয়ার অ্যারাবিয়া যাত্রীদের আরামদায়ক ভ্রমণ ও তাদের আস্থা অর্জন এবং যাত্রীসেবার অনন্য মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উড়োজাহাজ চলাচলসেবায় পুরস্কার বিজয়ী এয়ারলাইন ‘এয়ার অ্যারাবিয়া’ সব সময় যাত্রীদের অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে নিবেদিত।

সুপার সিট সেল অফারের বিস্তারিত জানতে এবং পরবর্তী উড়োজাহাজযাত্রার টিকিট সংগ্রহ করতে আজই ভিজিট করুন

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com