প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প অসৎ ও দুর্নীতিবাজ এবং জো বাইডেন বুড়ো- এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। বার্তা সংস্থা এপি’র জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫২ শতাংশ মানুষই চান না বাইডেন আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, আর ট্রাম্পের ক্ষেত্রে তা ৬২ শতাংশ।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচন সামনে রেখে যার যার মতো প্রস্তুতিও নিতে শুরু করেছেন তারা। ট্রাম্পতো ভেবেই রেখেছেন রিপাবলিকান দল থেকে তিনিই মনোনয়ন পাবেন।
এজন্য দলীয় বিতর্কের প্রথম দিন অংশগ্রহণই করেননি। বাইডেনও ভাবছেন ডেমোক্র্যাটরা তাকেই সমর্থন দেবে।
তবে তারা দুজন নিজেদের মনোনয়নের ব্যাপারে নিশ্চিত থাকলেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ মনে করে, প্রার্থী হিসেবে ট্রাম্প অসৎ ও দুর্নীতিবাজ এবং জো বাইডেন বুড়ো।
এপি’র জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল, মার্কিনরা বাইডেন ও ট্রাম্পের কথা ভাবলে কোন ধরনের শব্দ মাথায় আসে।
এমন প্রশ্নের জবাবেই উঠে আসে প্রার্থী হিসেবে ট্রাম্প অসৎ ও দুর্নীতিবাজ এবং জো বাইডেন বুড়ো।
জরিপে অংশ নেয়া ৭৭ শতাংশই মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সক্ষমতা নেই ৮০ বছর বয়সী বাইডেনের।
এর মধ্যে রিপাবলিকান সমর্থকদের ৮৯ শতাংশই মনে করেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যথেষ্ট বুড়ো।
৬৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বাইডেনকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।
অন্যদিকে, ৯১টি মামলার মধ্যে ৪টি মামলায় অভিযুক্ত ট্রাম্প দুর্নীতিগ্রস্ত ও অসৎ বলে উল্লেখ করেছেন জরিপে অংশগ্রহণকারীরা।
তাকে মিথ্যাবাদী, রাগী, ক্ষেপাটে এবং বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন অনেকে।
আরও পড়ুন :