1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
যুক্তরাষ্ট্রে হাওয়াইতে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে হাওয়াইতে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে হাওয়াইতে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

যুক্তরাষ্ট্রে হাওয়াই অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক ব্যক্তি।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন রাজ্য হওয়ার পর হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে এটি অন্যতম।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দাবানলের আগুনে ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক শহর লাহাইনা।

সেখানে প্রায় দুই হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ একশ’ কোটি ডলার ছাড়িয়েছে।

 

শুক্রবার সকালে হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেন, এখনও প্রায় এক হাজার ব্যক্তির অবস্থান নিশ্চিত করা যায়নি। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

তিনি আরও বলেন, লাহাইনার বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং শত শত স্থানীয় পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

এর আগে মঙ্গলবার হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে।

এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচণ্ড বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে।

দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে, এতে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে এবং পালানোর জন্য অনেকে মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়।

 

হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো উল্লেখ করে গভর্নর বলেন,

১৯৬০ সালে বিগ দ্বীপে বিশাল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল। এরপর এটিই সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লাহাইনার অধিকাংশ অঞ্চলে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী সৃষ্টি হয়েছে।

মাউই কাউন্টির কর্মকর্তারা জানান, দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com