1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
যুক্তরাষ্ট্র পূর্বাভাস দিয়েছে রেকর্ড তাপমাত্রার ৪৮ ডিগ্রি ছাড়িয়ে — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র পূর্বাভাস দিয়েছে রেকর্ড তাপমাত্রার ৪৮ ডিগ্রি ছাড়িয়ে

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৮৬ বার পঠিত
তাপমাত্রার

রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কয়েক কোটি মানুষ এখন তীব্র তাপপ্রবাহের সঙ্গে লড়ছে।

উত্তরপশ্চিমের ওয়াশিংটন থেকে শুরু করে ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া সবখানেই প্রচণ্ড গরম পড়েছে।

বিবিসির প্রতিবেদন জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) দিনের বেলা তাপমাত্রা কোথাও কোথাও ৪৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

পূর্বাভাস দেয়া হচ্ছে, এই তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে।

বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে গরম পড়েছে সবচেয়ে বেশি।

শনিবার ফিনিক্স এবং অ্যারিজোনায় সর্বকালের সর্বোচ্চ ৪৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ডেথ ভ্যালিতে রেকর্ড করা হয়েছে ৫১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর বলছে, রোববার (১৬ জুলাই) ডেথ ভ্যালির তাপমাত্রার পারদ ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে,

ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত অঞ্চলে তাপপ্রবাহ আরও চরম হয়ে উঠতে পারে ও চলতি সপ্তাহের শেষে তা সর্বোচ্চ হতে পারে।

তীব্র গরমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অ্যারিজোনা অঙ্গরাজ্য।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে,

গত শুক্রবার (১৪ জুলাই) অ্যারিজোনার রাজধানী ফিনিক্সের তাপমাত্রা ৪৩ ডিগ্রির উপরে ছিল।

টানা ১৫ দিন শহরটির তাপমাত্রা একপ্রকার অপরিবর্তিত রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, রোববার সান জোয়াকিন উপত্যকা, মোজাভে মরুভূমি এবং গ্রেট বেসিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com