বাগবিতণ্ডা দিয়ে ঝামেলা শুরু হয়, দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক সময়ে এমন পর্যায়ে পৌঁছায় যে যাত্রীরা দু’পক্ষ হয়ে হাতাহাতি আর চুলোচুলিতে জড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে দিল্লি মেট্রোতে । এ নিয়ে ইতিমধ্যেই বেশ সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আনন্দবাজার পত্রিকা ও নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দিল্লি মেট্রোর ভেতরে দু’দল নারীর সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয়। বসার জায়গা নিয়ে ট্রেনে, বাসে এমন বাগবিতণ্ডা অনেকটা পরিচিত ঘটনা।
মেট্রোতেও এমন দৃশ্য ধরা পড়ে। তবে তুলনামূলকভাবে মেট্রোতে এই সংখ্যা অনেকটাই কম। সম্প্রতি দিল্লি মেট্রোর এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিও দেখা যায়, এক দল নারী নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়ে। শুধু তাই-ই নয়, তাদের মধ্যে চুলোচুলিও হচ্ছিল। দুই পক্ষই নিজেদের শক্তি প্রকাশে মত্ত।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত বসার জায়গাকে ঘিরে।
প্রথমে বাগবিতণ্ডা দিয়ে ঝামেলা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময়ে এমন পর্যায়ে পৌঁছায় যে, দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতি দেখে সেই ঝামেলা সামলাতে অন্য যাত্রীরা এগিয়ে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হতেই কেউ কেউ মন্তব্য করেছেন,
`এত নাটক তো বিগ বস্-এও হয় না, দিল্লি মেট্রোয় যে নাটক হয়!`
আরও পড়ুন :