1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মিয়ানমারে নির্বাচন কবে জানালেন জান্তা প্রধান — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

মিয়ানমারে নির্বাচন কবে জানালেন জান্তা প্রধান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৬ বার পঠিত

চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন— এমন তথ্য জানিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং লাইং। এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। খবর, রয়টার্সের।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সশস্ত্র বাহিনী দিবসে দেয়া ভাষণে এমনটা জানিয়েছেন তিনি।

বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন জান্তা প্রধান। বিজয়ীদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণাও দেন তিনি। তার দাবি, মিয়ানমারের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী।

জান্তা প্রধান বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আমরা নির্বাচনের জন্য জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছি। এটি অবাধ-সুষ্ঠু এবং বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন হবে। নির্বাচনে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো।

২০২১ সালের পর থেকে মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী সংঘাত চলছে। দেশটিতে বর্তমানে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝেই আগামী নির্বাচনের আগে দেশটির কয়েক ডজন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে বেলারুশ সফরের সময় প্রথমবারের মতো নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেন মিয়ানমারের জান্তা প্রধান। ওই সময় তিনি বলেছিলেন, আগামী ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২১ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি’র সরকারকে হঠিয়ে, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com