ভারতের গুজরাট রাজ্যের ভালসাদ রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শ্রী গঙ্গানগর হামসফার এক্সপ্রেস ট্রেনের জেনারেটর কোচ এবং একটি সংলগ্ন যাত্রীবাহী গাড়িতে আগুন লেগে যায়। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এরপর ট্রেনটিকে থামিয়ে রাখা হয়েছিল এবং সমস্ত যাত্রীরা নেমে গিয়েছিল। কেউ আগুনে হতাহত হননি বলে তারা জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় এসি কামরার পাশেই। দাউ দাউ করে ওই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়।
যদিও অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এটা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে,
‘তিরুচিরাপল্লী থেকে শ্রী গঙ্গানগর যাওয়ার পথে শনিবার দুপুর ২টা নাগাদ ভারতের গুজরাটের ভালসাদ স্টেশন ছাড়ার পরেই ট্রেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
এরপরই দ্রুত ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়।’
মূলত, চলন্ত অবস্থায় হামসফার এক্সপ্রেস ট্রেনে ওই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে যে শর্ট সার্কিট থেকেই ট্রেনে আগুন লেগেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন :