1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে ছিটকে পড়ে ৯ জন নিহত — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে ছিটকে পড়ে ৯ জন নিহত

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১১ বার পঠিত
সেনাবাহিনীর

ভারতের লাদাখে সড়ক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি নদীতে ছিটকে পড়ে ৯ সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ’ কিলোমিটার দূরের এক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেছে।

এতে গাড়ির ৯ সেনাসদস্য নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সৈন্য ছিলেন।

তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আটজন সেনার মৃত্যু হয়।

এ ছাড়ও আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, সৈন্যরা গাড়িতে করে কারু ঘাঁটি থেকে লেহর কাছের কিয়ারিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি বলেন, লেহ এর দুর্ঘটনা খুবই দুঃখজনক।

আমরা আমাদের ভারতীয় সেনাদের হারিয়েছি। জাতির প্রতি তাদের অবদান সর্বদা স্মরণ করা হবে।

এ ছাড়াও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনা করেন মোদি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ কখনই তাদের পরিষেবার কথা ভুলবে না।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com